১৭ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৫৯ |
রাত্রি দ্বিপ্রহরে আচমকা ঘুম ভেঙ্গে যায় !
কে ডাকে,কেন ডাকে,কি শোনাতে চায় ?
আয়েশি শরীর স্নায়ূকে শান্ত করে,শামুকের
মত গুটিয়ে যায় ক্ষণিকের উৎসুক্য।গভীর ঘুম।
অনির্বান পুড়ে চলে….কেউ কি শুনছেন……..
ক্লান্ত কিশোরী গরাদে ঠেকিয়ে মাথা
অব্যক্ত বলে যায়…কেউ কি আছেন…
তালাটা খুলে দেন না…ও ভাই শুনছেন…
অক্টোপাসের মত ঘিরে ধরা গ্রিল,শুকনো
মরিচা পড়া লোহা বেঁধে রাখে মুক্তি,
চেপে আসে ইঁটের দেয়াল ঠিক বুক
বরাবর।মট মট করে ভেঙ্গে পড়ে পাঁজড়
কলকব্জা আর সোনালী কৈশোর……….
হাসফাস করা চাপা স্বরে কে যেন বলে চলে
ও ভাই শুনছেন…কেউ কি শুনছেন ভাই….
শোয়ানো মাংশপিন্ড তখনো নড়ছে মৃদু,
কাল ও তার আয়ূ ছিল আকাশ দেখার মত,
আজ নিথর পিচ ঢালা পথে পিচ হয়ে গলছে
হাজার পায়ের ফাঁকে এক চিলতে মুখ
ড়ুকরে ড়ুকরে বলে…ও ভাই শুনছেন……
কাক কেঁচো মাছি আর মানুষ এক নীলাকাশে
ঘর বেঁধে আছে,কাকেরা উড়ে যায়,মাছিরা
উড়ে যায়,কেঁচোরা হেঁটে যায়-পড়ে থাকে মানুষ!
অনড় অশতিপর কালের স্বাক্ষী তোবড়ানো গাল
জেগে ওঠা শিরা তার শেষ শক্তি দিয়ে ফেরাতে চায়,
যারা হেঁটে হেঁটে চলে যায়….চোখ মুদে,মুখ গুঁজে
চলে যায়….তোবড়ানো গাল শেষ বার বলে যায়….
ও ভাই শুনছেন……কেউ কি শুনছেন ভাই……….
ঐকান্তিক প্রচেষ্টায় বধির আমি,প্রচন্ড ইচ্ছায়
বোবা আমরা না শোনার ভানে হেঁটে যাই……
পেছনে সময় বলে চলে…ও ভাই শুনছেন….
কেউ কি শুনছেন ভাই……
কান পাতুন- কান পাতুন- কান পাতুন………….
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কান পাতুন, কান পাতুন, কান পাতুন, কান পাতুন ;
প্রকাশ করা হয়েছে: কবিতা বিভাগে । সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১০ রাত ৩:৩৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর…
বোবা আমরা না শোনার ভানে হেঁটে যাই……

ঘর বেঁধে আছে,কাকেরা উড়ে যায়,মাছিরা
উড়ে যায়,কেঁচোরা হেঁটে যায়-পড়ে থাকে মানুষ!ভাইরে ভাই কোণঠাসা খাইছি। এক্কেবারে অসাধারণ!!!
আমার একটা ইংলিশ কবিতা আছে পড়বেন। আরেকটা আছে ওটা এখনো শেষ হয়নি।





ঘর বেঁধে আছে,কাকেরা উড়ে যায়,মাছিরা
উড়ে যায়,কেঁচোরা হেঁটে যায়-পড়ে থাকে মানুষ!—nice talk

পলাশমিঞা বলেছেন: সময় থাকলে একবার পড়ে আসবেনClick This Linkজি আমিই মোহাম্মাদ আব্দুলহাক। কবিআব্দুল নামেও একটা নিক আছে এখানে
পড়লাম অল্পের উপর। আপনার ব্যানার সেটাপ দারুন। গুনি লুক ভাই আপনি।আসলেই ব্যানার দেখে মুগ্ধ হলাম।
পলাশমিঞা বলেছেন: আমিত জানি আপনে জানেন। এখানে মস্তানরা সাবাই জানে আপনিও তাদের একজন
আপনি কিন্তু ১৬ নং কমেন্টর জবাব মুছে আমারে বিপাকে পালাইছেন আপনার মন্তব্য ছাড়া আমারটা কিন্তু বেখাপ্পা লাগছে
আমারটাও মুছে দেবেন নতুবা পুলাপাইন খেক খেক করে হাসবে আর বলবে পলাইশ্যা একটা বাদরা
জি পলাশমিঞা একটা যন্ত্রনা তয় কারু সাথে টক্কর দেয়না কবিতায় মন্তব্য করে এবং নিজে দু একটা লেখে। লেখার কাম কবিআব্দুলে করে।
সাইট চাইলে কইয়েন একটা বানিয়ে দবে। বানতে বেশী সময় লাগেনা তয় আপনি পোস্ট করবেন। রাজামশাইকে একটা বানিয়ে দিয়েছে এখন আমারে ভুলেই গিয়েছ
http://virtualgarden.wordpress.com/
চাইলে কইয়েন, আর অনলাইন আসেন চ্যাট করে বানিয়ে দেব।

প্রয়োজনে আপনার হেল্প নেব। আইজ চ্যাটের সময় নাই। কাগজের লেখা আর ব্লগান এক লগে চলতাছে….
পলাশমিঞা বলেছেন: আমাকে যে ডর দেখিয়েছিলেন আপনে, তেরিমেরি শব্দ নিয়ে মনে আছে?আমি সমার্থ শব্দকোষ ব্যবহার করি। অনেকে মনে করে আমি আঞ্চলিক ভাষায় লেখি। আসলে আমি প্রতিশব্দ ব্যবহার করি বেশি।লেখা চালিয়ে যান তাতে আয় হবে আমার সাথে গপ করলে খাস্তা হবে।
আসল নামে বানান ভালো হবে আমার অনেকটা আছে গুগুলে যে কতটা বানিয়েছি জানিনা। শুভ কামনা রইল।


আমি কালা । তয় আন্ধা নই । পড়ি বেশী । লেখি কম । ভাবের প্রকাশও তাই কম । আমি মানুষটা কিরম ???–**বধির এ ওকার কেন ?**



ত্রিশোনকু বলেছেন: আজকাল লিখছেন না।যদিও আমি মনে করি কবিতাই আপনি সবচে’ ভাল পারেন।আসলে অনেক কিছুই রসোতীর্ন ভাবে করেন।
তাই প্রতিটি বিষয়ে পর্যাপ্ত সময় দিতে পারেন না।
Curse on man of many talents.
ঠিক বলেছেন।সময় আমার পুরোটা সময় খেয়ে ফেলে
অবিবেচকের মতন!!
১. ১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:০০