২৫ শে নভেম্বর, ২০০৮ রাত ১০:০৩ |
সবুট লাথিতে ভাঙ্গা পাঁজড়,থ্যাতলানো মুখ
কষা বেয়ে রক্ত গড়ানো যে মানুষ মৃতপ্রায়,
তারও একটি নালিশ ছিল,জানাল না সে
মরা ঈশ্বর জাবদা খাতায় লিখতে পারে না।
ও পাশে শোয়ানো আধখানা দেহ পা নেই
হাত নেই ধুলোয় গড়িয়ে হাঁটে,শত মানুষের
পদরেণু মেখে কষ্টেকল্পে মাথা তুলে হেঁকে
অন্ন চায়।মরা ঈশ্বরের ভাড়ার খালি
জোড়াতালি দেওয়া অন্নপ্রাসনে বরাদ্দ
ছিল যা তাও নেই আজ মরা ঈশ্বরে।
চার পুলিশের কামার্ত ক্ষুধা মেটায় যে সীমা
সারা রাত ধরে তরল আগুন লেলিহান হয়ে
জ্বালায় তাকে, মরা ঈশ্বর ভুলেও দেখেনি
রমনীয় সেই ধর্ষণ,ঝুলে যাওয়া সীমা
বাঁচার আকুতি লিখে রেখে গেছে
মরা ঈশ্বরের ক্ষয়ে যাওয়া এক দেওয়ালে।
ওই যে শিশুটি চাঁদপনা মুখ কি নির্বাক,
ঠোঁটের কোনে হাজার কথারা জড়াজড়ি করে
অতটুকু শিশু সারা গায়ে তার পেঁচানো কষ্ট
আহা কি কষ্ট, সভ্যতার র্যাঁদা ছাল তুলেছে,
হিংসা তাকে আদর করেছে,মোল্লা-পুরুত শাপ দিয়েছে,
বিস্মিত চোখে কাকে দেখে সে? মরা ঈশ্বর
আশে পাশে নেই,চাঁদপনা মুখ নির্বাক।
গোলাপী প্রেম মৌ ভালবাসা চিবুকে আঁকা
ছোট কালো তিল,তাও ছেড়ে যে ছেলে ফিরে গেছে
আন্ধাগ্রামে,কালো রাত্রির কালো কালো দিনে
দিন বদলের হাওয়া দিলে পরে সে-ও কি
তবে হারিয়ে যায়? নাকি ডালে ঝুলন্ত মৃত দেহ
হয়ে পেস্টার বুকে ব্যানার ঝোলানো মিছিল
সমুখে আগুয়ান হয়? গোলাপী প্রেম ছোট কালো তিল
নালিশ করে না, জানে মরা ঈশ্বর প্রেম বোঝে না।
মাথার ভিতর স্বযত্নে বেড়ে ওঠা সেই যে শত্রু
তিলে তিলে বাড়ে,কুরে কুরে খায়, অসহ্য ব্যথায়
গোঙ্গানো মানুষ আশ্রয় খোঁজে নিস্তার খোঁজে,
তারও সামনে ধূসর জমিন অনাবাদি ক্ষেত,
বরাদ্দ আয়ূকে সামনে নিয়ে প্রেম ভালবাসা
জড়াজড়ি করে আরো কিছু কাল বাঁচতে চায়
মরা ঈশ্বর বোবা হয়ে থাকে কালা হয়ে থাকে
সেই ঈশ্বরে তারও কোন নালিশ নেই।
তোমাদের কারো হাতে যদি বেয়োনেট থাকে
ঘৃণা থাকে অবহেলা থাকে তাহলে সে সব
এক করে সপে দিও তাকে,মৃত্যু পথে ধাবমান যে
সঞ্চয়ে তার প্রেম না ঘৃণা, চুমু না বেয়োনেট
কি বা যায়-আসে তাতে? মৃত্যু পথে ধাবমান যে……
এই ঈশ্বর খারিজ করেছি,ঈশ্বরে কোন আস্থা নেই,
আমার ঈশ্বর খুব কাছে থাকে হাতের নাগালে
আমার যত নালিশ আর অভিমান অভিযোগ,
সব টিনের বাক্সে গাদাগাদি করে আমি
হেঁটে চলেছি ঈশ্বর খোঁজে পর্ণ কুটিরে।
হাঁটুর ওপর তোলা শাড়ি নারী, আর উদোম
গায়ে যে মানুষেরা,বোটকা গন্ধ,আঁশটে সময়
তেল চিটচিটে শয়ন কক্ষ আমার জন্য সাঁজানো,
সেখানে আমার নালিশ শুনতে হাজার মানুষ দাঁড়ানো।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ঈশ্বর ;
প্রকাশ করা হয়েছে: এলেবেলে, কবিতা বিভাগে । সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১০ রাত ৩:৫৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর…
লেখক বলেছেন:
জটিল হইসে না ?
লেখক বলেছেন:
আপনাকে অনেক ধন্যবাদ।

গায়ে যে মানুষেরা,বোটকা গন্ধ,আঁশটে সময়
তেল চিটচিটে শয়ন কক্ষ আমার জন্য সাঁজানো,
সেখানে আমার নালিশ শুনতে হাজার মানুষ দাঁড়ানো।”সবারই গন্তব্য বোধ হয় ওখানেই।
লেখক বলেছেন:
জীবন অথবা মৃত্যু। এর বাইরে তো কিছু নেই…….কিছুই নেই…
ঈশ্বরও না।

হৃদয়ছোঁয়া……
পাপ অপাপবোধ যার যার নিজস্ব….
এবং জগৎ চলছে নিজস্ব নিয়মেই….খুব কষ্ট হয় এই সব অনিয়ম হয় যখন।
প্রশ্ন আসে …..
কত প্রশ্ন।
উত্তর কে দেবে?
শুভেচ্ছা নেবেন।
লেখক বলেছেন:
দুর্দান্ত মন্তব্য করলেন।অগুনতি অভিনন্দন আপনাকে।আপনিও শুভেচ্ছা নেবেন।
এ. এস. এম. রাহাত খান বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
লেখক বলেছেন:
এত্তো প্লাস কই রাখি?
জবাবে একটাই ধন্যবাদ।

আমার ঈশ্বর খুব কাছে থাকে হাতের নাগালে
আমার যত নালিশ আর অভিমান অভিযোগ,
সব টিনের বাক্সে গাদাগাদি করে আমি
হেঁটে চলেছি ঈশ্বর খোঁজে পর্ণ কুটিরে।
হাঁটুর ওপর তোলা শাড়ি নারী, আর উদোম
গায়ে যে মানুষেরা,বোটকা গন্ধ,আঁশটে সময়
তেল চিটচিটে শয়ন কক্ষ আমার জন্য সাঁজানো,
সেখানে আমার নালিশ শুনতে হাজার মানুষ দাঁড়ানো।অসাধারণ । +
লেখক বলেছেন:
ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন।

লেখক বলেছেন:
তাও কি আজ ? সেই আদ্দিকালে…….।শুনলাম যশোর যাচ্ছেন? কবে? ফিরবেন কবে?ফেরেন আগে। তারপর আপনার সাথে ঝগড়া আছে…………….

ছবিটা দেখে খুব খারাপ লাগলোভালো থাকুন
লেখক বলেছেন:
নিবিড়।মাথা কাজ করছে তো ?
সত্যান্বেষী বলেছেন:
পড়ে আছি রাজপথে, অভিশপ্ত ঈশ্বরের রুগ্ন বীর্যপাত।
– খোন্দকার আশরাফ হোসেন/ নুলো ভিখিরির গান।
লেখক বলেছেন:
আমার পড়া হয়নি। পেলে পড়ব নিশচ্ই।

‘মরা ঈশ্বরের ভাড়ার খালি
জোড়াতালি দেওয়া অন্নপ্রাসনে বরাদ্দ
ছিল যা তাও নেই আজ মরা ঈশ্বরে।’তারপরো হে জ্বিন এবং মানব সম্প্রদায়:
তার করুনার কথা লিখে সাগর কর শুকনো কাঠ
আদিগন্ত আকাশ ভরে তোল তারই ক্ষমতাগাথায়।
লেখক বলেছেন:
ফাবি আইয়্যে আয়ালা য়্যু রাব্বিকা মা-তুকাজ্জিবান……..???!!!
মনজুরুল হক বলেছেন:
বুঝলাম।
১. ২৫ শে নভেম্বর, ২০০৮ রাত ১০:০৬