১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৪৪ |
প্রিয় সামহোয়ারইন কর্তৃপক্ষ ও মডারেশন টিম।
আপনারা অসুস্থ মেয়েটি উপমা কে নিয়ে লেখা “জীবন আর মৃত্যুর মাঝখানে একাকী দাঁড়িয়ে মেয়েটি–উপমা! মাগো আর একটু সময় দে…...” এই পোস্টটি অনেক দিন স্টিকি করে রাখার জন্য আমি আমরা এবং উপমা কৃতজ্ঞ।
উপমার চিকিৎসার জন্য এখন পর্যন্ত যে টাকা উঠেছে তা কাছাকাছি হলেও পর্যাপ্ত নয়। আরো টাকা আসছে। আরো কয়েকদিন লাগবে টাকাগুলো এসে পৌঁছাতে। এমতাবস্থায় আপনাদের কাছে অনুরোধ, আমার আগের একটি পোস্ট…………………………….. “মানবতার হাত এগিয়ে আসুক,দেখি আমরা এই মৃত্যুপথযাত্রীকে বাঁচাতে পারি কি-না!!!”
যেটি বর্তমানে “হাত বাড়িয়ে দাও” তে আছে। সেটি সরিয়ে সেখানে উপমা–র পোস্টটি “হাত বাড়িয়ে দাও” তে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): উপমা।, উপমা। ;
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০১০ রাত ২:৩৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর…
২৬১ বার পঠিত০৩২১৪
মন্তব্য দেখা না গেলে – CTRL+F5 বাট্ন চাপুন। অথবা ক্যাশ পরিষ্কার করুন। ক্যাশ পরিষ্কার করার জন্য এই লিঙ্ক গুলো দেখুন ফায়ারফক্স, ক্রোম, অপেরা, ইন্টারনেট এক্সপ্লোরার।
৩২টি মন্তব্য
১-১৮
১. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৪৯
ড্রাকুলা বলেছেন: লিংকটা দেননি কেন? আমি দিয়ে দিলাম।
কতৃপক্ষকে অনুরোধ, এই লিংকের পোষ্টটা আরো কয়দিনের জন্য স্টিকি করা হোক।
১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৫১
লেখক বলেছেন: ধন্যবাদ ড্রাকুলা। ভাল লাগছিল না। তাই মনেও ছিল না। ভাল করেছেন।
২. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৪৯
ফিউশন ফাইভ বলেছেন: “মানবতার হাত এগিয়ে আসুক,দেখি আমরা এই মৃত্যুপথযাত্রীকে বাঁচাতে পারি কি-না!!!”- এই পোস্টটি সরানোর দরকার নেই। উপমার পোস্টটি “হাত বাড়িয়ে দাও” বিভাগে সবার ওপরে দেওয়া হোক।
১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৫২
লেখক বলেছেন: ধন্যবাদ ফিউশন ফাইভ।
৩. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৫১
সালাহ্ উদ্দিন শুভ্র বলেছেন: সহমত।
১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:১৫
লেখক বলেছেন: ধন্যবাদ সহমতের জন্য।
৪. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৫৩
ঘনাদা বলেছেন: ফিউশন ফাইভ বলেছেন: “মানবতার হাত এগিয়ে আসুক,দেখি আমরা এই মৃত্যুপথযাত্রীকে বাঁচাতে পারি কি-না!!!”- এই পোস্টটি সরানোর দরকার নেই। উপমার পোস্টটি “হাত বাড়িয়ে দাও” বিভাগে সবার ওপরে দেওয়া হোক।
১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:১৬
লেখক বলেছেন: ওয়েলডান ঘনাদা। প্রসেশন মাষ্টবি কন্টিন্যু….
৫. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৫৩
নিঃসঙ্গ বলেছেন: আমরা অনেক সময়ইতো দেখি ২টা পোস্ট স্টিকি থাকে তবে আজকে থাকবেনা কেন।
১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:০৮
লেখক বলেছেন: তাই তো দেখি! কি জানি কি দিয়া কি হয়! আশা করব কর্তৃপক্ষ সবার মতামতকে গুরুত্ব দেবেন।
৬. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৫৪
তনুজা বলেছেন: আবার স্টিকি করা হোক।
১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:০৯
লেখক বলেছেন: ধন্যবাদ তনুজা। আমি কৃতজ্ঞ।
৭. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৫৫
ড্রাকুলা বলেছেন: আমি আগেই এই বিষয়ে একটা পোষ্ট দিয়েছি, পড়েছেন?
১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:৫২
লেখক বলেছেন: ধন্যবাদ ড্রাকুলা। প্রতিবাদ চলছে…..
৮. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৫৮
বিষাক্ত মানুষ বলেছেন: সহমত
(১৩ তারিখ ব্লগারসমাবেশ থেকে কত উঠেছিলো মঞ্জু ভাই ?)
১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:০৯
লেখক বলেছেন: ১৮,৮০০/-টাকা। আরো ৩০/৪০ হাজার এর মত বিভিন্ন জনের কাছে আছে। যেগুলো আগামী কাল কালেকশন করব।
৯. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৫৯
রেডসিগনাল বলেছেন: সামহোয়ারইন কর্তৃপক্ষ কে আবার অনুরোধ করছি আর কিছুদিন এই পোষ্টটিকে স্টিকি করে রাখার জন্য ।
(please ) আমার এই অনুরোধটির জন্য ক্ষমা চাই ।
১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:৪৭
লেখক বলেছেন: এত এত মানুষের অনুরোধ…..ধন্যবাদ রেডসিগনাল।
১০. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৫৯
একরামুল হক শামীম বলেছেন: পোস্টটি আরো কয়েকদিন স্টিকি রাখা দরকার ছিল।
১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:১০
লেখক বলেছেন: ধন্যবাদ শামীম।
১১. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:০৭
অরণ্য আনাম বলেছেন: ঐ পোষ্টটি স্টিকি থেকে সরানোর তিব্র প্রতিবাদ জানাচ্ছি
১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:৪৬
লেখক বলেছেন: প্রতিবাদ না বলে অনুরোধ বলি। মানবতার জন্য আবেদন।
১২. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:১৮
আহসান হাবিব শিমুল বলেছেন: মনজুরুল ভাই, আমি একদিন আজিজে গিয়ে ফেরৎ আসছি।আমার কাছে কিছু লোকদের দেয় অর্থ আছে।সেই দ্বায়ভার থেকে মুক্তি পেতে চাই।
উপায় জানালে বাধিত হৈতাম।
১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:২৬
লেখক বলেছেন:
আগামীকাল বই মেলায় আসেন সন্ধ্যা ৭ টায়। ১৯২ নং ষ্টলের সামনে। ওখানে আমাদের ব্লগাররা যুদ্ধাপরাধী বিরোধী স্বাক্ষর নিচ্ছে। উপমা’র জন্য টাকা কালেকশন করছে। ওখানে থাকব।
১৩. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:২৮
কায়েস মাহমুদ বলেছেন:
আহসান হাবিব শিমুল ভাই, বই মেলার সংহতি প্রকাশনের ১৯২ নাম্বার স্টলের সামনে টাকা কালেকশন চলছে আপনি ওখানে দিতে পারেন।
পোষ্ট টা আরো কিছুদিন স্টিকির দাবি জানাই কতৃপক্ষের কাছে।
১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:০৭
লেখক বলেছেন: ধন্যবাদ ভাইয়া। দাবি জারি থাকুক।
১৪. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ২:৫৩
অচেনা আগন্তক বলেছেন: ফিউশন ফাইভ বলেছেন: “মানবতার হাত এগিয়ে আসুক,দেখি আমরা এই মৃত্যুপথযাত্রীকে বাঁচাতে পারি কি-না!!!”- এই পোস্টটি সরানোর দরকার নেই। উপমার পোস্টটি “হাত বাড়িয়ে দাও” বিভাগে সবার ওপরে দেওয়া হোক।
১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:২১
লেখক বলেছেন: দাবিটা এখন অনেকের। ধন্যবাদ আপনাকে।
১৫. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:১১
মেঘবালক অর্ভনীড় বলেছেন: মডারেটরদের কইস্যা মাইনাস
১৬. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৮:০৭
অমাবশ্যার চাঁদ বলেছেন: পোস্টটি আবারও স্টিকি করা হোক।
অরণ্য আনাম বলেছেন: পোষ্টটি স্টিকি থেকে সরানোর তীব্র প্রতিবাদ জানাচ্ছি
১৭. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৮:১৫
বিষাক্ত মানুষ বলেছেন: ঠেলা
১৮. ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৯:৩১
বিষাক্ত মানুষ বলেছেন: ঠেলা