১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:২৪ |
উপমাকে এখন জাতীয় হৃদরোগ ইস্টিটিউটের ডা: সুমন নাজমুল হোসাইনের অধীনে চিকিৎসা করানো হচ্ছে। সমস্যা হয়েছে এই ডাক্তারকে উপমা এবং তার পরিবার খুবই আস্থায় এনেছে। কিন্তু ডা: সুমন বদলি হয়ে গেছেন চিটাগাং মেডিকেল কলেজ হাসপাতালে। সপ্তায় একবার ঢাকায় আসেন, তখন দেখানো হয়। মাত্র ৩০ কেজি ওজনের উপমার ওজন বেড়ে এখন ৩৫ কেজি। চিকিৎসার সাথে সাথে ভাল খাবার-দাবারের ব্যবস্থায় হয়েছে। তার জন্য আধা কেজি করে দুধ রাখা হচ্ছে। সব কিছু মিলিয়ে উপমার খবর আশাব্যাঞ্জক। এজন্য আমি,উপমা এবং তার পরিবার আপনাদের সবার প্রতি কৃতজ্ঞ। এসবের মূলে আপনাদের অকুন্ঠ সহযোগীতা আর প্রেরণা। আশা করি এই সহযোগীতা আগামীতেও অব্যহত থাকবে।
২ সেপ্টম্বর পর্যন্ত স্থিতি…………………………….. ৩,১৭,৯৩১/-
১০.০৯.২০০৯ তারিখে উপমার মা’কে দেওয়া……….. ২,০০০/-
১৩.১০.২০০৯ তারিখে উপমার মা’কে দেওয়া……….. ২,০০০/-
__________________________________________
স্থিতি…………………………………………………. ৩,১৩,৯৩১/-
জমার উপর লভ্যাংশ যোগ…………………………….. ৩,০৬৯/-
__________________________________________
বর্তমান স্থিতি…………………………………………… ৩,১৭,০০০/-
উপমার চিকিৎসা ব্যয়ের প্রতিদিনকার হিসাব রাখা হচ্ছে উপমার মায়ের খাতায়।
উপমার একাউন্ট নং 105-101-142123
Dutch-Bangla Bank Limited
Motijheel Foreign Exchange Branch
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): উপমা চিকিৎসা আপডেট ;
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১০ রাত ৩:৫২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর…
এডিট করুন | ড্রাফট করুন | মুছে ফেলুন
২৪৯ বার পঠিত১৩৩১২
মন্তব্য দেখা না গেলে – CTRL+F5 বাট্ন চাপুন। অথবা ক্যাশ পরিষ্কার করুন। ক্যাশ পরিষ্কার করার জন্য এই লিঙ্ক গুলো দেখুন ফায়ারফক্স, ক্রোম, অপেরা, ইন্টারনেট এক্সপ্লোরার।
৩৩টি মন্তব্য
১-১৭
১. ১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:২৭০
দুরন্ত স্বপ্নচারী বলেছেন: উপমা ভালো হয়ে উঠুক……
১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:৫২০
লেখক বলেছেন:
আমাদের আশাবাদ দৃঢ় হোক।
ধন্যবাদ।
২. ১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:২৯০
মোতাব্বির কাগু বলেছেন: উপমা ভালো হয়ে উঠুক…
১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:৫৩০
লেখক বলেছেন:
আশা করছি ভাল হয়ে উঠবে।
৩. ১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:৪০০
একরামুল হক শামীম বলেছেন: আপডেট জানানোর জন্য ধন্যবাদ মন্জু ভাই।
উপমা ভালো হয়ে উঠবে….
১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:৫৫০
লেখক বলেছেন:
ধন্যবাদ শামীম।
উপমা ভালো হয়ে উঠবে…
৪. ১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:৪২০
ইমতিয়াজ জামিল বলেছেন: আল্লাহ উপমাকে ভাল করে দিন …
১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ১:০৫০
লেখক বলেছেন:
ধন্যবাদ।
৫. ১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:৪৩০
বৃত্তবন্দী বলেছেন: উপমা বেঁচে থাকবেই…
১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ১:০৬০
লেখক বলেছেন:
নিশ্চই বেঁচে থাকবে।
৬. ১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:৪৯০
বিবর্তনবাদী বলেছেন: ইনশাল্লাহ উপমা বেচে রইবে এবং সুন্দর ভাবেই বেচে রইবে।
১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ১:০৭০
লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ বিবর্তনবাদী। আপনার আশাবাদ ফলপ্রসূ হোক।
৭. ১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:৫১০
মনজুরুল হক বলেছেন:
আজ সন্ধেবেলায় উপমা খুঁটিয়ে খুঁটিয়ে সবার কথা জিজ্ঞেস করছিল। যার যার চেহারা মনে আছে তারা কে কেমন আছে জানতে চাইছিল! আমি অপরাধীর মত বসে ছিলাম। বলতে পারছিলাম না যে আমি অনেক দিন ব্লগের সবার খবর জানিনা!
কি এক মায়ার বন্ধনে আবিষ্ট করে রাখে সে! অন্যরকম এক অনুভূতি হয় যখন দেখি একটু একটু করে ও জীবনের দিকে হেঁটে আসছে…..সাথে হাঁটছে এই ব্লগের অজস্র মানুষ..তাদের সবার চোখে আশার দ্যুতি, বিদ্যুৎচমকের মত বিচ্ছুরিত হচ্ছে………
৮. ১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ১:০০০
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: উপমা ভালো হয়ে উঠুক…….
১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ১:২৮০
লেখক বলেছেন:
উপমা ভাল হয়ে উঠবে……
৯. ১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ১:১৬০
মুনশিয়ানা বলেছেন: আমি অপরাধীর মত বসে ছিলাম। বলতে পারছিলাম না যে আমি অনেক দিন ব্লগের সবার খবর জানিনা! …
মনজু ভাই ব্লগে শুভেচ্ছা আর স্বাগতম কমু নাকি চিনতাইতেছি
আমাদের ছেড়ে কত দূর পলাইছিলেন…? আমাগো মাঝে কিন্ত আবার আইতেই হইছে…
আপনারে দেইখ্যা বহুত ভালা পাইলাম…
উপমার জন্য অনেক অনেক শুভকামনা। উপমা তার লড়াইয়ে বিজয়ী হবেই।
১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ১:২৩০
লেখক বলেছেন:
নাহ্ পালাতে পারলাম না। সত্যি সত্যিই পালাতে চাইছিলাম। ব্লগ কেমন যেন একঘেয়ে লাগছিল। যেন একই বৃত্তে ক্রমাগত ঘুরপাক খাওয়া! নিরুদ্বেগ দিনাতিপাত আর সময়ের ফেরে সময়কে ছুঁড়ে দিয়ে এই আপাত: ভাল থাকারও একটা সীমাবদ্ধতা আছে। সেখানেই থেমে যেতে হলো! আবার পেছনে ফিরে দেখে নিতে হলো ফেলে আসা সময়কে, যেখানে কিছু কিছু ভাললাগা ইতস্তত বিক্ষিপ্ত ছড়ানো ছিল-আছে।
উপমা তার লড়াইয়ে বিজয়ী হবেই।
১০. ১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ১:১৯০
মনির হাসান বলেছেন: উপমাকে ধন্যবাদ … মনজু ভাইকে ব্লগে আসতে বাধ্য করার জন্য ।
মনজু ভাই … ঝামেলায় আছেন জানি । তারপরও কি ব্লগে খানিকটা সময় দেয়া যায় না ?
মিস করছি আপনাকে …
১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ১:২৭০
লেখক বলেছেন:
তোমার উত্তরটা মুনশিয়ানার জবাবে দিয়েছি। ব্লগ আর টানছিল না। কেন তাও ব্যাখ্যাসহ বোঝাতে পারব না। ব্লকেড বা হ্যালুসিনেশনও হতে পারে। আসলে মাঝে মাঝে জ্যাম হয়ে যাওয়া চিন্তার জট খুলতে না পারলে মানুষকে কিছু দিনের জন্য নিজের ভেতরেই পালিয়ে থাকতে হয়। অনেকটা সেরকমই। কিছুটা সেল্ফ সেন্সরশিপ আর কিছুটা আরক্ত অভিমানজাত আক্ষেপ।
১১. ১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ৩:০১০
সুলতানা শিরীন সাজি বলেছেন:
উপমার ভালো থাকার কথা জানলেই ভালো লাগে।
ছবিগুলো মাঝে মাঝেই দেখি………….
ওর হাত দুটো ছুঁয়েছিলাম……..
আশীর্বাদ করি ও সুস্থ হয়ে উঠুক।হেসে খেলে বেড়াক ।
অনেক ভালো থাকবেন।
শুভকামনা……….।
১৪ ই অক্টোবর, ২০০৯ ভোর ৪:০৬০
লেখক বলেছেন:
ও সুস্থ হয়ে উঠুক।হেসে খেলে বেড়াক । তাই যেন হয়। শুভকামনার অনেক শক্তি।
হ্যাঁ লালমনিরহাট নিয়ে অনেক স্মৃতি! একদিন সময় করে শোনাব। পরিত্যাক্ত এয়ারপোর্ট, রেলওয়ে ব্রীজ, ঢং ঢং ঘন্টা সব স্মৃতিতে ভাস্বর, সব…
১২. ১৪ ই অক্টোবর, ২০০৯ ভোর ৪:২৮০
~স্বপ্নজয়~ বলেছেন: উপমার জন্য দোয়া … আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা …
১৪ ই অক্টোবর, ২০০৯ ভোর ৫:২৫০
লেখক বলেছেন:
ধন্যবাদ। শুভকামনা। উপমা এ লড়াইয়ে জিতবেই।
১৩. ১৪ ই অক্টোবর, ২০০৯ ভোর ৪:৩৯০
নিঃসঙ্গ বলেছেন: আপডেট জানানোর জন্য ধন্যবাদ
১৪ ই অক্টোবর, ২০০৯ ভোর ৫:২৬০
লেখক বলেছেন:
ধন্যবাদ নিঃসঙ্গ।
শুভেচ্ছা রইল।
১৪. ১৪ ই অক্টোবর, ২০০৯ ভোর ৫:৩০০
শয়তান বলেছেন: হ্যালুসিনেশন ???
১৪ ই অক্টোবর, ২০০৯ ভোর ৫:৪১০
লেখক বলেছেন:
হবে, ঐ রকমই কিছু একটা হবে। ঘোর। ঘোরাতিক্রান্ত ঘোর!!!
১৫. ১৪ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:২৪০
ত্রিশোনকু বলেছেন: “মনির হাসান বলেছেন: উপমাকে ধন্যবাদ … মনজু ভাইকে ব্লগে আসতে বাধ্য করার জন্য ।”
মনিরের সাথে একমত শতভাগ। আপনি যেমন ত্যাদোর, এমনটি টাকায় আটটা করে পাওয়া যায়না।
ভাগ্যিস আপনার মন কাঁদে সম্বলহীনদের জন্যে।
আপডেট পছন্দ হয়েছে। দিতে থাকুন। সবার আগ্রহ বাড়বে। সুমনের সাথে দেখা করতে অসুবিধে হ’লে অবশ্যই আমাকে জানান।
জাগতিক তাড়নায় এখন আমি বাইরে। আসলেই যোগাযোগ করবো।
মানুষ যে পুরোপুরি মানবেতরো নয় তা আপনি প্রতিনিয়তই স্মরন করিয়ে দেন।
১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:৫৩০
লেখক বলেছেন:
ধুসসস! খালি আবেগাক্রান্ত কথাবার্তা বলে দুর্বল করে দেয়!! কেবলই ভারাক্রান্ত হই…
১৬. ১৪ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:৪২০
পল্লী বাউল বলেছেন: অনেক দিন পর আপনাকে ব্লগে দেখে ভালো লাগছে মনজু ভাই।
ঝামেলা কি শেষ?
১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১:০২০
লেখক বলেছেন:
নাহ্ ঝামেলা থাকবেই। ব্লগে আসিনি পারিবারিক ঝামেলার জন্য নয়, এমনিই মনে হচ্ছিল বোধহয় সরে পড়ার সময় হয়েছে!
১৭. ১৫ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:২৫০
অপ্সরা বলেছেন: উপমার কথা জেনে ভালো লাগছে ভাইয়া। উপমার নামটার মত উপমা দেখতেও অনেক অনেক সুন্দর!!! মায়াময় চেহারার এই মেয়েটা তাড়াতাড়ি ভালো হয়ে উঠুক!!
তোমার অবদান শেষ হবার নয়!!!
১৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:২৪০
লেখক বলেছেন:
না অপসরা খবরটায় ভাল লাগার কিছু নেই। উপমার নতুন এক বিপদ হাজির হয়েছে! আগেই ওর চোখে সমস্যা ছিল। আজ ১৫ অক্টোবর চোখের ডাক্তার দেখানোর পর জানা গেল ইমিডিয়েটলি ওর চোখে অপারেশন করে লেন্স বসাতে হবে, তা না হলে চিরতরে দৃষ্টিহীন হয়ে যাবে! ভাবো একবার কেমন বিপদের পর বিপদ। এখন খুবই কম দেখে, হয়ত সেটুকুও আর পারবে না!!
তুমি যদি ওকে বাস্তবে দেখতে, তাহলে তোমার মনটাও ভারাক্রান্ত হয়ে উঠত।
Top of Form
আপনার মন্তব্য লিখুন
কীবোর্ডঃ বাংলা ফোনেটিক ইউনিজয় বিজয় ভার্চুয়াল english
নাম
Bottom of Form